ঢাবি কর্জে হাসানাহ

ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়া সার্কেলের উদ্যোগে 'কর্জে হাসানাহ' প্রজেক্ট চালু হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের সুদবিহীন ঋন প্রদান করা হয়। ইসলামিক শিক্ষার আলোকে সুদমুক্ত ঋণ প্রদান করে শিক্ষার্থীদের আর্থিক অসুবিধা দূর করাই এর প্রধান লক্ষ্য। নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এই প্রজেক্টটি শুরু করেছি, যাতে শিক্ষার্থীরা কঠিন সময়ে সুদের ফাঁদে পড়া ছাড়াই তাঁদের প্রয়োজনীয়তা মেটাতে পারে।


**কর্জে হাসানাহ প্রজেক্টের সূচনা:**  

২০২০ সালে মহামারি করোনার সময় যখন বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট দেখা দেয়, তখন আমরা শিক্ষার্থীদের আর্থিক কষ্ট লাঘবের জন্য এই প্রজেক্টের চিন্তা করি। এর লক্ষ্য ছিল অর্থসংকটে থাকা শিক্ষার্থীদের অর্থের অভাবে লেখাপড়া, চিকিৎসা বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ থেকে বিরত না রাখা। এর মাধ্যমে আমরা নবীর সুন্নাহ পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি, যাতে মানুষ মানুষের প্রয়োজনে সহযোগী হয়ে উঠতে পারে।


**প্রকল্পের সফলতা:**  

'কর্জে হাসানাহ' প্রজেক্ট ইতিমধ্যে বেশ কিছু শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে। সুদবিহীন এই ঋণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। যাদের অর্থের অভাবে মাসের শেষে চলতে সমস্যা হয়, তারা সহজেই এই প্রজেক্টের মাধ্যমে সাময়িক অর্থসংকট কাটিয়ে উঠতে পারে।


**ভবিষ্যৎ লক্ষ্য:**  

আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই উদ্যোগটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এ ধরনের সুদবিহীন প্রকল্প চালু হোক। মানুষের প্রয়োজন পূরণে মানুষই যেন সহায় হয়—এমন একটি সুশৃঙ্খল ও সুদমুক্ত সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য।